শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩২

হাজীগঞ্জে  অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট

হাজীগঞ্জে  অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি মাঠ থেকে চলমান অবৈধ ড্রেজার মেশিন, পাইপসহ অন্যান্য সরঞ্জামাদি বিনষ্ট করা হয়েছে।  মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কৃষি মাঠে এই অভিযান পরিচালনা করা হয়।  অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক। 

জানা গেছে, গত কয়েকদিন ধরে মোহাম্মদপুর গ্রামের পন্ডিত বাড়ির মাওলানা মো. শহীদুল্লাহ ওই ইউনিয়নের মোহাম্মদপুর কৃষি মাঠে তার জমির চারদিকে পাড় বেঁধে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলন করে কৃষি জমি ধ্বংস করছেন। এতে ওই মাঠের কৃষি জমি ধ্বংসসহ সেচ প্রকল্প ক্ষতির আংশকা দেখা দেয়। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে ওই স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে জমি ও ড্রেজারের মালিকসহ শ্রমিকেরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিকের নির্দেশনায় অবৈধ ড্রেজার মেশিন ও পাইপসহ অন্যান্য সরঞ্জামাদি বিনষ্ট করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান থাকবে বলে তিনি জানা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়