মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৭:২৪

ঈদ সামনে রেখে ফরিদগঞ্জ পৌরসভায় টিসিবি পণ্য বিক্রি শুরু

ফরিদগঞ্জ ব্যুরো
ঈদ সামনে রেখে ফরিদগঞ্জ পৌরসভায়  টিসিবি পণ্য বিক্রি শুরু

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে সারাদেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এ পৌরসভায় একযোগে কার্ডধারী প্রায় ২ হাজার ৮ শ পরিবার পাবেন ন্যায্যমূল্যের পণ্য।

বৃহস্পতিবার (৮জুন) সকালে পৌর এলাকার ওয়াপদা’র মাঠ থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। একইসাথে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরেও এ কার্যক্রম’র পরিচালনা করা হয়।

পৌরসভায় ভর্তুকি মূল্যে এসকল ভোজ্যপণ্য ঈদ উপলক্ষে ২ কেজি করে ডাল, ২ লিটার তেল ৩৬০ টাকায় বিক্রয় করা হবে বলেও জানায় পৌর কতৃপক্ষ।

এসময় পৌরসভার কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীসহ পৌর প্রশাসনের এবং জনপ্রতিনিধিদের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়