মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩, ২১:৫৫

ছেংগারচর পৌরসভায় মেয়র প্রার্থী আলাউদ্দিন প্রধানের উদ্যোগ

এক হাজার মানুষ পেলেন ঈদ উপহার

মতলব উত্তর প্রতিনিধি
এক হাজার মানুষ পেলেন ঈদ উপহার

মতলব উত্তর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আলাউদ্দিন প্রধানের উদ্যোগে গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৮ এপ্রিল মঙ্গলবার সকালে ছেংগারচর পৌর এলাকার এক হাজার গরিব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া এদিন আদুরভিটি, জীবগাঁও, পাঁচগাছিয়াসহ কয়েকটি গ্রামে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ৩ আইটেমের সেমাই, মসলা ইত্যাদি।

এ সময় ছেংগারচর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর বোরহান উদ্দিন প্রধান, ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ নূর হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলাউদ্দিন প্রধানের উদ্যোগে প্রতি বছরই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়