মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ২১:৫৪

কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব শতবর্ষী ডাঃ রশীদ আহমেদের ইন্তেকাল

ফরিদগঞ্জ ব্যুরো
কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব শতবর্ষী ডাঃ রশীদ আহমেদের ইন্তেকাল

ফরিদগঞ্জের কৃতী সন্তান, শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় কিবদন্তিতুল্য ব্যক্তিত্ব শতবর্ষী আলহাজ্ব ডাঃ রশীদ আহমেদ বুধবার (১২ এপ্রিল) দুপুরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মাত্র কিছুদিন পূর্বে তিনি তাঁর শতবর্ষ পূরণের জন্মদিন পালন করেছিলেন। তিনি ফরিদগঞ্জের লাউতলী ডাঃ রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি চিকিৎসা পেশাসহ বহু সামাজিক কাজে অবদান রেখেছেন।

মরহুমের ভাগ্নে ফরিদগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক বিল্লাল হোসেন সাগর জানিয়েছেন, বুধবার বাদ আসর রাজধানীর তেজগাঁও কলেজ মাঠে প্রথম জানাজা শেষে লাউতলী ডাঃ রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আলহাজ্ব ডাঃ রশীদ আহমেদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ (চাঁদপুর-৪) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ও লায়ন মোঃ হারুনুর রশিদ পাটওয়ারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়