সোমবার, ২৫ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ২০:০২

ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে প্রথমে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পৌরসভার পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা শেষে দাঁড়িয়ে নিরাবতা পালণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পৌরসভার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ঐতিহাসিক ৭ মার্চ’র ভাষণের তাৎপর্য নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও কাউন্সিলর জাহিদ হোসেন’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্যানেল ২ মাজহারুল ইসলাম মিরন, কাউন্সিলর মোহাম্মদ হোসেন, সহকারি প্রকৌশলী মো.দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা শরীফ মৃধা প্রমুখ। এসময় প্যানেল মেয়র-১ আব্দুল মান্নান পরান সহ পৌর পরিষদের অন্যান্য কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়