সোমবার, ২৫ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ১৮:৫৮

মতলবে জাতীয় বীমা দিবসে র‌্যালী ও আলোচনা সভা

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে জাতীয় বীমা দিবসে র‌্যালী ও আলোচনা সভা

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ১ মার্চ সকাল ১১টায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সে কোং লিঃ এর ইনচার্জ মোঃ রুহুল আমিন মৃধার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ এর ইনচার্জ মোঃ ওসমান, ন্যাশনাল লাইফের ইনচার্জ মোঃ মাহবুব আলম, মেঘনা লাইফের ইনচার্জ মিজানুর রহমান, ম্যাট লাইফের ইনচার্জ সম্ভুনাথ সাহা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বীমা এসোসিয়েশনের আহবায়ক ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কোং লিঃ এর সার্ভিস সেল ইনচার্জ মোঃ শামীম হোসেন মিয়াজী। এ সময় বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তাবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়