শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২, ০৯:২৩

বিজয় দিবসে শিক্ষার্থীদের মাঝে বালিয়া ইউপির বাইসাইকেল উপহার

স্টাফ রিপোর্টার
বিজয় দিবসে  শিক্ষার্থীদের মাঝে বালিয়া ইউপির বাইসাইকেল উপহার

গ্রামীন জনপদের অনেক শিক্ষার্থী রয়েছে, যারা মাইলকে মাইল হেটে স্কুলে আসা যাওয়া করছে। তাদের কষ্ট লাগবে প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদ থেকে বাইসাইকেল দিচ্ছে সরকার। মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সদর ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের অসহায় ও মেধাবী ৭ শিক্ষার্থী পেলো বালিয়া ইউনিয়ন পরিষদের সাইকেল। ইউপি চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই সাইকেলগুলো বিতরণ করেন। যাতে এসব শিক্ষার্থীরা সহজেই বাড়ি থেকে বিদ্যালয়ে আশা যাওয়া করতে পারে। সাইকেল উপহার পাওয়া শিক্ষার্থীরা হলেন শাওন, রহমান উল্যাহ, আসিবুল ইসলাম, সাকিব খান, সলেমান খান, পারভেজ, আজমীর হোসেন ।

এ সময় ইউপি চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারী বলেন, আগামী দিনেও অসহায় ও মেধাবী শিক্ষার্থীদেরকে এ ধরণের পুরস্কার দেওয়া হবে। যেসব শিক্ষার্থী ভালো ফলাফল করবে তাদেরকে আমার নিজের বেতনের টাকা থেকে পুরস্কৃত করা হবে। উল্লেখ্য, বালিয়া ইউনিয়নের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ইউপি চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারী শিক্ষার্থীদের শিক্ষার প্রতি উৎসাহ যোগাতে নানাভাবে সহযোগিতা করে থাকেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়