বুধবার, ২০ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৮

চাঁদপুর সদর হাসপাতালে অজ্ঞাত ব্যক্তি ও বিদ্যুৎপৃষ্টসহ নিহত ২

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর হাসপাতালে অজ্ঞাত ব্যক্তি ও বিদ্যুৎপৃষ্টসহ নিহত ২

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া শহরের ওয়ারলেস এলাকার প্রবাসী ইকবাল মুন্সির বাড়ি নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইমরান (২৩) নামে একজন রাজমিস্ত্রি সহকারি নিহত হয়েছে।

১৮ সেপ্টেম্বর চাঁদপুর সদর মডেল থানার এসআই কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি ঘটনায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা জানান,রেলওয়ে বড়স্টেশন এলাকায় গুরুতর অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তিকে শনিবার পথচারীরা উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় ঐদিন রাতেই তিনি মারা যান। অপরদিকে, একই দিন বিকেলে শহরের ওয়ারলেস এলাকায় একজন প্রবাসীর বাড়ির নির্মাণ কাজ করতে গিয়ে ছাদের উপর থাকা বিদ্যুতের মুল লাইনে স্পর্শ লেগে ইমরান নামে এক রাজমিস্ত্রি হেলপার বিদ্যুৎপৃষ্ট হয় এবং সে মারা যায়।আমরা হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করি। নিহত ইমরান ময়মনসিংহের তারাকান্দা উপজেলার জামাল উদ্দিন মন্ডলের ছেলে। দুটি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়