প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৮:২৮
মালদ্বীপে ল্যান্ডিং ক্র্যাফট ভেঙ্গে হাজীগঞ্জের যুবকের মৃত্যু

মালদ্বীপে ল্যান্ডিং ক্র্যাফট ভেঙ্গে মো. মাসুদ হোসেন (৩২) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। রোববার (২ নভেম্বর ২০২৫) দুপুরে মালদ্বীপের রাজধানী মালে এলাকায় এমপিএল বন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের মসজিদ বাড়ির সুফিয়া বেগম ও সোলেমান দম্পতির সন্তান। ছোটবেলা থেকে মাসুদের বাবা সোলেমান নিরুদ্দেশ রয়েছেন। সামনের মাসে মাসুদের ছুটিতে দেশে আসার কথা ছিলো।
|আরো খবর
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, এদিন দুপুরে এমপিএল বন্দরের একটি জাহাজের ল্যান্ডিং ক্র্যাফটে কাজ করছিলেন মাসুদসহ ক'জন শ্রমিক। কাজ করা অবস্থায় ল্যান্ডিং ক্র্যাফটটি হঠাৎ করে উল্টে যায়। তাৎক্ষণিক অন্য শ্রমিকেরা দাঁড়িয়ে থাকা জাহাজে সাঁতরে উঠতে পারলেও ক্র্যাফটের নিচে আটকে পড়াতে পানিতে তলিয়ে করুণ মৃত্যু ঘটে মাসুদের । হাজীগঞ্জের অপর যুবক মালদ্বীপ থেকে নিহতের পরিবারকে মৃত্যুর খবরটি পৌঁছান।
নিহত মাসুদের প্রতিবেশী সোহেব মজুমদার ও স্বজন ইয়াছিন আরাফাত চাঁদপুর কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয়টি নিশ্চিত করে হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম মজিবুর রহমান জানান, সোমবার তার স্বজনেরা পরিষদে এসেছেন। আমার যা যা করণীয় তা করে দিয়েছি।








