বুধবার, ২০ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ২১:৩৬

ফরিদগঞ্জে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শোভাযাত্রাটি উপজেলা কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী লক্ষ্মীনারায়ন জিউর মন্দির থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, দাসপাড়া যুব সংঘ, বিবেকানন্দ যুব সংঘ, আন্তর্জাতিক বলদেব সংঘ, ইসকন ফরিদগঞ্জ শাখা, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট,গিরিধারী সংঘ, দাসপাড়া রাধাগোবিন্দ মন্দিরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

পরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিতেশ শর্মা, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা: পরেশ চন্দ্র পাল, লক্ষ্মীনারায়ন জিউর মন্দিরের সম্পাদক উৎপল সাহা, পূজা পরিষদের সম্পাদক লিটন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী, ঐক্য পরিষদের সম্পাদক তপন মুজমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, দাসপাড়া যুব সংঘের সভাপতি পরেশ চন্দ্র দাস, যুব ঐক্য পরিষদের সভাপতি গনেশ লোধ, সদস্য সুজয় রায়, ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক তুষার সাহা সোহাগ, সদস্য সচিব মিঠুন চক্রবর্তী, হিন্দু মহাজোটের সদস্য সচিব সাগর দাস, দাসপাড়া রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি বিশ^জিৎ দাস প্রমুখ।

এছাড়া শুক্রবার দুপুরে ও সন্ধ্যায় বিভিন্ন মন্দিরে শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথিতে পূজা অর্চনা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়