বুধবার, ২০ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ২১:৩৩

আলোকিত শাহাপুরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মোঃ মঈনুল ইসলাম কাজল
আলোকিত শাহাপুরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

চাঁদপুরের শাহরাস্তিতে আলোকিত শাহাপুর সামাজিক সংগঠনের উদ্যোগে এলাকার গরিব অসহায় মানুষের কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগষ্ট সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন শাহরাস্তি পৌর সভার সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল। সংগঠনের সভাপতি মোহাম্মদ সোহেলের সার্বিক সহযোগিতায় দিন ব্যাপী রুগি দেখেন ডাঃ মোঃ ফারুক হোসেন। এলাকার প্রায় শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। সংগঠনের একঝাঁক তরুণ এতে সহযোগিতা করে। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুজন রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এসএম শামীম, রক্ত কনিকা পরিচালক শাখাওয়াত হোসেন সোহাগ, শাহরিয়ার ইসলাম চয়ন, প্রচার সম্পাদক বিজয় কৃষ্ণ। আলোকিত শাহপুরের সভাপতি সোহেল জানান, দলমতের ঊর্ধ্বে উঠে সমাজের পাশে দাঁড়ানো এ সংগঠনের উদেশ্য। আগামীতেও এ ধারা অব্যাহত থাকলে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়