প্রকাশ : ১৯ জুলাই ২০২২, ১৮:৫৯
মতলবে ভূমি ও গৃহহীনদের গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন সম্পর্কে অবহিতকরণ সভা

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পর্কে গণমাধ্যমকে অবহিতকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বি.এইচ.এম কবির আহম্মেদ, সহকারী কমিশনার (ভ‚মি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, যুগ্ম সম্পাদক মাহফুজ মল্লিক, রোটা. রেদওয়ান আহমেদ জাকির প্রমুখ।
|আরো খবর
জানা যায়, মতলব দক্ষিণ উপজেলায় ১শত ৭৯জন ভূমিহীন ও গৃহহীন পরিবার রয়েছে। এর মধ্যে মতলব পৌরসভায় ১শ ৩৫জন, ইউনিয়ন গুলোতে ৪৪জন ভূমিহীন ও গৃহহীন পরিবার রয়েছে। এছাড়াও পৌরসভার চরপাথালিয়া আশ্রায়ন প্রকল্পে ১শত ৩৫জন ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, ক শ্রেণির ভ‚মিহীন ও গৃহহীন ১৯টি পরিবারের মধ্যে নির্মানাধীন ঘরগুলো আগামী ২১ জুলাই হস্তান্তর করা হবে। এছাড়াও মতলব দক্ষিণ উপজেলায় ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের তালিকা হাল নাগাদ কার্যক্রম চলমান রয়েছে।