প্রকাশ : ১৪ জুলাই ২০২২, ০০:৩১
পুরাণবাজারে বিট পুলিশিংয়ের সম্প্রীতি সমাবেশ

পুলিশই জনতা, জনতাই পুলিশ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে
|আরো খবর
চাঁদপুর পৌরসভার বিট নং ১৫ (১, ২ ও ৩ নং ওয়ার্ড) সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই বুধবার বেলা ১২টার সময় পুরাণবাজার নতুন রাস্তায় বিট পুলিশিং এর সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে
সভাপতিত্বে করেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ।
বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশ চাঁদপুর অঞ্চল- ২ সাধারন সম্পাদক ও চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ সভাপতি তামাল কুমার ঘোষ।
স্বাগত বক্তব্য রাখেন পুরাণবাজার পুলিশ পুলিশ ফাড়ি নবাগত ইনচার্জ ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামান।
আরো বক্তব্য রাখেন ২ নং ওয়ার্ড মাদক নির্মূল কমিটির সভাপতি ও কমিউনিটি পুলিশ অঞ্চল ৮ এর সহ-সভাপতি শাহজাহান মাতাব্বর,
চাঁদপুর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল গাজী,
১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেত্রী ময়না বেগম,
২ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী মনোয়ারা বেগম প্রমুখ। এ সময় এলাকাবাসী সমাবেশে উপস্থিত ছিলেন।
ওসি তাঁর বক্তব্যে বলেন,আপনার পুলিশ, আপনার পাশে।তথ্য দিন, সেবা নিন।বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’- এই সব স্লোগানে চাঁদপুরে বিট পুলিশিং কার্যক্রমের গতিশীলতা বাড়াতে সবেচতনতামূলক আমাদের এ সমাবেশ।
তিনি বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও স্থানীয় অপরাধ নির্মুলের মাধ্যমে সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যে বিট পুলিশিং কাজ করছে।