মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জুলাই ২০২২, ২৩:১৮

নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, ধর্মীয় শিক্ষা বাদ দেওয়া হয়েছে এটা সঠিক না: শিক্ষা মন্ত্রী

চাঁদপুরকণ্ঠ রিপোর্ট
নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, ধর্মীয় শিক্ষা বাদ দেওয়া হয়েছে এটা সঠিক না: শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, কোন কাজ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন মন্ত্রী-এমপি বা মেয়রের পক্ষে একা করা সম্ভব না। সবাই সমন্বিতভাবে সমস্যা সমাধানের জন্য কাজ করতে হবে। তাহলে খুব সহজে সমস্যার সমাধান সম্ভব। চাঁদপুরের উন্নয়ন মূলক কার্যক্রম এগিয়ে চলছে। খুব শীঘ্রই চাঁদপুর নদী বন্দরের কাজ শুরু এবং ফরিদগঞ্জের সাথে রামপুর ইউনিয়নের যোগাযোগের নতুন মাইল ফলক ভাষাবীর এমএ ওয়াদুদ সেতুর উদ্বোধন হবে। এ ছাড়া বিদ্যুতের একটি সাব স্টেশন ও সার্কিট ব্রেকার সমস্যারও নিরসন হবে। তিনি ১২ জুলাই ২০২২ মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা গুলো বলেন।

শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে আরো বলেন, করোনার কারণে অনেক কিছুই থমকে গিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাফল্যের সাথে সেই ধাক্কা সামলে আমরা এগিয়ে যাচ্ছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের বিদ্যুৎ উৎপাদনে কিছুটা সমস্যার তৈরি হয়েছে। এ জন্য কিছুটা লোডশেডিং হবে। সেই লোডশেডিং যেন মানুষের বিরক্তের কারন না হয় এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগকে খেয়াল রাখার অনুরোধ করে সরকারী নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয় করতে যার যার অবস্থানে থেকে সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী,বলেন, পরিকল্পিতভাবে আমার মন্ত্রণালয়ের বিরুদ্ধে নতুন শিক্ষাক্রম নিয়ে একটা অপপ্রচার চালানো হচ্ছে, ধর্মীয় শিক্ষা বাদ দেওয়া হয়েছে। এটা একেবারেই সঠিক না। এ ধরনের অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না।

ডাঃ দীপু মনি বলেন, আমাদের চাঁদপুরকে ভালরাখার জন্য সবারই কাজ করার সদিচ্ছা রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী বিগত মাসের চেয়ে বিভিন্ন অপরাধ প্রবণতা অনেকটা কমে এসেছে। আইনশৃঙ্খলা আরো স্বাভাবিক থাকে তা বজায় রাখতে হবে।

তিনি বলেন, আলাপ আলোলোচনায় আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরি। তারপর সেটা বাস্তবায়ন করার সেই জায়গায় জেলা প্রশাসকের নেতৃত্বে চাঁদপুরের সমস্যাগুলো সমন্বিত একটা উদ্যোগের মাধ্যমে সমাধান হবে। সেখানে আমার পরিপূর্ণ সহযোগিতা থাকবে।

তিনি বলেন, এলাকার মানুষের কাছে আমারও অঙ্গীকার রয়েছে। সংশ্লি­ষ্ট সংস্থাকে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাড়াতে হবে এবং চাঁদপুরের আইন শৃঙ্খলা পরিবেশ যাতে স্বাভাবিক থাকে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব অনুষ্ঠান চাঁদপুরে চমৎকার আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন করায় জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সভার শুরুতেই জেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয় প্রতিবেদন তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাসির উদ্দিন সারোয়ার। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম বার চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল সিভিল সার্জন মোহাম্মদ সাহাদাৎ হোসেন,আড়াই'শ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কেএম মাহাবুবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ ওয়াদুদ, স্বাধীনতা পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁসক অধ্যক্ষ অসিত বরণ দাশ, প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরী, মতলব দক্ষিন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম ইকবাল, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নুর খান প্রমুখ।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে করোনা পরিস্থিতি মোকাবেলায় বিধি নিষেধ মেনে সকলকে মাস্ক ব্যবহার করার নির্দেশনা প্রদান করেন। সভায় উম্মুক্ত আলোচনায় মাদকদ্রব্যের ব্যবহার প্রতিরোধ,গুজব প্রতিরোধ, চাঁদপুর শহরের যানযট নির্মূলে নানাবিধ করণীয় সম্পর্কে বিশদ আলোচনা হয়।

এছাড়া খালগুলো রক্ষা,বিষ্ণুপুর দামোদীতে নদী ভাংগন, সফরমালিতে গরুরবাজার, মতলব সড়কের প্রতিবন্ধকতা মুন্সিরহাট বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের উপর আলোচনা হয় ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়