মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ জুলাই ২০২২, ১৯:৩৪

বালিয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ

বালিয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ
অনলাইন ডেস্ক

আসন্ন পবিত্র ঈদুল আযহায় বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুরেও চলছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকিমূল্যের নিত্যপণ্য বিক্রির কার্যক্রম। জেলায় ১ লক্ষ ৪৫ হাজার ১৪৭ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে এ পণ্য বিক্রি করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় ৫ জুলাই মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে ১৩ শত ৫৪ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারী ।এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব তাছলিমা আক্তার ,ট্যাগ অফিসার বালিয়া ধীবাস চন্দ্র দাস, ইউপি সদস্য মনির হোসেন, সেলিম তালুকদার ।

উল্লেখ্য, ৪০৫ টাকার বিনিময়ে টিসিবি পণ্য বিতরণের তৃতীয় ধাপের এই নিত্যপণ্যের মধ্যে রয়েছে সয়াবিন তৈল ২ লিটার, মসুর ডাল ২ কেজি, চিনি ১ কেজি ।

উল্লেখ্য, টিসিবি'র ডিলার টুটুন বনিক (লক্ষ্মী ভান্ডার চাঁদপুর) পৌর এলাকা ও চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রশাসনের দিকনির্দেশনা অনুযায়ী এ পণ্য বিক্রি ও বিতরণ সুন্দরভাবে সম্পন্ন করে চলেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়