মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জুন ২০২২, ১৪:৪৩

খেলতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো পুকুরে

কামরুজ্জামান টুটুল
খেলতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো পুকুরে

খেলতে গিয়ে নিখোঁজ হওয়া সাফি(২) এর লাশ মিশলো নিজ বাড়ির পুকুরে। শনিবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল গ্রামের সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই বাড়ির শাহপরানের ছেলে।

স্থানীয় দলিল লিখক মিজানুর রহমান জানান , এদিন সকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিল সাফি। হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশু সাফি মারা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়