প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৮:৩৪
মতলবে সহপাঠীদের সাথে গোসল করতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মতলব দক্ষিণ উপজেলায় সহপাঠীদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জুনায়েদ (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র মারা গেছে।
|আরো খবর
বুধবার (২৯ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মনিগাঁও কওমি মাদ্রাসায় এ দুর্ঘটনাটি ঘটে। সে ওই মাদ্রাসার আবাসিক ছাত্র এবং ওই ইউনিয়নের হরিদাস পাড়া গ্রামের হাসান আলীর ছেলে।
মাদ্রাসা সূত্রে জানা যায় , ঘটনার দিন জুনায়েদ মাদ্রাসার অন্য ছাত্রদের সাথে মাদ্রাসার ঘাটলায় গোসল করতে নামে। সকলে মিলে ডোবাডুবি করে ( তবে সে সাঁতার জানতো)। এক পর্যায়ে সে ডুব দিয়ে আর উঠছিলো না। সাথের ছাত্ররা তাকে না দেখে খুঁজতে থাকে। পরে খোঁজাখুঁজি করে ঘাটলার নিচ থেকে তাকে উদ্ধার করে। পরে শিক্ষকদের বিষয়টি জানালে তারা প্রথমে পয়ালী বাজারে তাকে নিয়ে যায় । সেখানকার পল্লী চিকিৎসক দুপুর একটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্মরত চিকিৎসক জানায় যে, সে মারা গেছে।







