মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ এপ্রিল ২০২২, ২০:৫৯

৩শ’ দরিদ্র জেলে পেলো সদর উপজেলা প্রশাসনের শুকনো খাবার

স্টাফ রিপোর্টার
৩শ’ দরিদ্র জেলে পেলো সদর উপজেলা প্রশাসনের শুকনো খাবার

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০০ দরিদ্র জেলের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ২০ এপ্রিল চাঁদপুর স্টেডিয়াম মাঠে সদর উপজেলার ৩০০ দরিদ্র জেলেদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বক্তব্য রাখেন এবং বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম দেওয়ান। সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ। উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী, হানারচর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার রাঢ়ী ও জেলেগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়