বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ১৮:৫৯

মাটিতে পুঁতে ফেলা হলো এক হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
মাটিতে পুঁতে ফেলা হলো এক হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি

চাঁদপুরে অভিযান চালিয়ে এক হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার ২৭ ডিসেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর পশ্চিম-দক্ষিণ ধেররা এবং হাজীগঞ্জ মাছের আড়ত এলাকা থেকে এ মাছগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, চাঁদপুর স্টেশন কমান্ডার লেঃ রুহান মনজুরের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮ ককসিটে প্রায় এক হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এ সময় অবৈধ চিংড়ি ব্যবসায়ীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জেলিযুক্ত চিংড়ি মাটিতে পুঁতে নষ্ট করা হয়।

চাঁদপুর স্টেশন কমান্ডার লেঃ রুহান মনজুর জানান, অবৈধ ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়