প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২১, ২০:৩০
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে
চাঁদপুর জেলা পরিষদ কর্তৃক শিক্ষাবৃত্তি পেলো ৪ শ’ ৮১ শিক্ষার্থী

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ কর্তৃক ২০২০ সালের এসএসসি (সমমান) ও এইচ এসসি (সমমান) কর্তৃক কৃতিত্বের সাথে উর্ত্তীণ ৪'শ ৮১ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
২৬শে ডিসেম্বর রোববার দিনব্যাপী আয়োজনে এই অনুষ্ঠান সমাপ্ত করা হয়। অনুষ্ঠান উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং গোপনীয় সহকারী শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন।
অনুষ্ঠান শুরুর পূর্বে শিক্ষার্থীগণ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীকে সাথে নিয়ে বাবুরহাট রোডস্থ বঙ্গবন্ধু গেইটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতীতে পুষ্পস্তবক অর্পণ করেন।