বুধবার, ১৩ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ১১:৪১

চাঁদপুরে মৈত্রী দিবস পালিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে মৈত্রী দিবস পালিত

মুক্তিযুদ্ধে অবদান ও বাংলাদেশকে স্বীকৃতির দিনটি স্মরণ করে রাখতে ৬ই ডিসেম্বরচাঁদপুরেও উদযাপিত হয়েছে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস। এদিন বিকালে সচেতন নাগরিক কমিটি চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে অঙ্গিকার পাদদেশে বিজয় সমাবেশ করে এবং জীবনদীপ কার্যালয়ে দিবসটির গুরুত্বতা তুলে ধরে সংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন।

এতে বক্তারা বলেন, ৬ই ডিসেম্বর বাংলাদেশ এবং ভারত এর ঐতিহাসিক মৈত্রী দিবস। কেননা ১৯৭১ সালের এই দিনে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভারত। আর ভারতই বিশ্বের দ্বিতীয় দেশ, যারা বাংলার স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। সে জন্যই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর মৈত্রী দিবস পালিত হয়ে আসছে।এতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে।

মৈত্রী দিবস আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব মুক্তিযোদ্ধা অজিত সাহা, সদস্য, মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, ব্যাংকার মজিবুর রহমান, মাহবুবুর রহমান সেলিম, মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, শেখ মহিউদ্দিন রাসেল, ওমর ফারুক প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়