প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২১, ১৯:৩৬
জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুর পুলিশ অফিস সম্মেলন কক্ষে চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ অফিস সম্মেলন কক্ষে উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের (প্রশাসন ও অপরাধ) পরিচালনায় পুলিশ সুপার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি মেনে বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, রুজুকৃত মামলা সমূহ কেইস টু কেইস বিশ্লেষণ’সহ তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় ভার্চুয়ালি জেলার সকল সার্কেল, অফিসার ইনচার্জ ও উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।








