প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪
নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মতলব উত্তরের জসীম উদ্দিন

নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) অপরাহ্নে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
|আরো খবর
জনাব জসীম উদ্দিন ২৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাঁর জন্মস্থান চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন।
পুলিশ সুপার হিসেবে যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে পেশাদারিত্ব ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি একাধিকবার পিপিএম (President Police Medal) পদক লাভ করেছেন।
নারায়ণগঞ্জে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, মতলব উত্তর উপজেলার কৃতী সন্তান
মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় মতলব উত্তরবাসীর পক্ষ থেকে তাঁকে প্রাণঢালা
শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) তিনি সস্ত্রীক মতলব উত্তর উপজেলায় আগমন করলে থানা পুলিশ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।