সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ২১:৪০

চাঁদপুর স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ব্রাহ্মণবাড়িয়ার সাথে লক্ষ্মীপুরের ৬৩ রানে জয়লাভ

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
ব্রাহ্মণবাড়িয়ার সাথে লক্ষ্মীপুরের ৬৩ রানে জয়লাভ

চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে শুরু হয়েছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট।

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, জেলার ক্রিকেট কোচ শামিম ফারুকীসহ ক্রীড়া সংগঠকরা।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় অংশগ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলা অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দল। খেলায় ব্রাহ্মণবাড়িয়ার সাথে ৬৩ রানে জয়লাভ করে লক্ষ্মীপুর জেলা ক্রিকেট দল।

ব্রাহ্মণবাড়িয়া টসে জয়লাভ করে লক্ষ্মীপুর জেলাকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। লক্ষ্মীপুর জেলা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে আদনান ৬৩ বলে ৫৪ রান করেন।

জবাবে বাহ্মণবাড়িয়া জেলা ১৭৭ জনের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৪২ ওভার ১ বলে সব ক'টি উইকেট হারিয়ে ১১৩ রান করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়