সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ২১:১৬

খাজুরিয়ায় ফুটবল একাডেমির জার্সি উন্মোচন

প্রবীর চক্রবর্তী
খাজুরিয়ায় ফুটবল একাডেমির জার্সি উন্মোচন

ফরিদগঞ্জের খাজুরিয়া ফুটবল একাডেমির জার্সি উন্মোচন করা হয়েছে। ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়ায় শনিবার (৪ অক্টোবর ২০২৫) বিকেলে 'নতুন জার্সি, নতুন যাত্রা, নতুন সম্ভাবনার দিগন্ত'— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান খান কালু, খাজুরিয়া ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন রিপন ভূঁইয়া, ক্রীড়া সংগঠক জিয়াউর রহমান জিয়া ও আনোয়ার হোসেন সজিব।

খাজুরিয়া ক্রীড়া কমিটির সভাপতি শাহ আলম কিরণের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন জিল্লন পাটওয়ারীর সঞ্চালনায় এবং খাজুরিয়া ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা আব্দুর রহিম তপাদারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ফুটবল একাডেমির এ জার্সি উন্মোচন স্থানীয় তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে। খেলাধুলার মাধ্যমে তাদের সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তারা। এ কর্মসূচির পৃষ্ঠপোষকতা করেন রাশেদ আলম গাজী (ব্যবস্থাপনা পরিচালক, ফ্লোরটেক কনস্ট্রাকশন, ঢাকা) এবং ফয়সাল হক (পরিচালক, হক মেটাল, ফরিদগঞ্জ)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়