মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪০

কমলনগর ক্রিকেট লিগের বিশেষ অ্যাডভাইজর হলেন সাংবাদিক মাহমুদ ফারুক

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
কমলনগর ক্রিকেট লিগের বিশেষ অ্যাডভাইজর হলেন সাংবাদিক মাহমুদ ফারুক

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ক্রিকেট লিগ (KCL)-এর বিশেষ অনারারি অ্যাডভাইজর প্যানেলে যুক্ত হয়েছেন রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ সংবাদদাতা, ক্রীড়া সংগঠক এবং গুণী ক্রীড়া ব্যক্তিত্ব মাহমুদ ফারুক।

তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও ক্রীড়া জগতে স্বচ্ছ ইমেজ, নিষ্ঠা এবং অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে সবার ভালোবাসা অর্জন করেছেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ে ক্রীড়ার উন্নয়ন এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ।

KCL কর্তৃপক্ষ জানিয়েছে, মাহমুদ ফারুকের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা টুর্নামেন্টকে আরো সাফল্যমণ্ডিত করবে। তারা বিশ্বাস করে, মাহমুদ ফারুকের হাত ধরে লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হবে। কমলনগর ক্রিকেট লীগ পরিবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অন্যতম সংগঠক জার্মান প্রবাসী রিয়াজ মাহমুদ খাঁন বলেন, মাহমুদ ফারুকের সান্নিধ্যে আমরা নতুন উদ্যমে এগিয়ে যেতে চাই। তাঁর অভিজ্ঞতা তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরো অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করি।

রামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. মাসুদ রানা মনি, রামগঞ্জের বিশিষ্ট সাংবাদিক দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ সংবাদদাতা মাহমুদ ফারুককে অনারারি অ্যাডভাইজর মনোনীত করায় কমলনগর ক্রিকেট লীগকে ধন্যবাদ জানান এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়