মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৭

ডিসি কাপের খেলায় জয়ের আনন্দে ফেরার পথে রক্ত ঝরলো ফরিদগঞ্জের দর্শকদের ।। আহত ৩

শামীম হাসান
ডিসি কাপের খেলায় জয়ের আনন্দে ফেরার পথে রক্ত ঝরলো ফরিদগঞ্জের দর্শকদের ।। আহত ৩

চাঁদপুরে অনুষ্ঠিত ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট শেষে ফরিদগঞ্জে ফেরার পথে ফরিদগঞ্জের দর্শকদের বহনকারী বাসে মতলব দক্ষিণের সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। এতে বাসটি ভাংচুরের শিকার হয় এবং দুজন আহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের ওয়্যারলেস মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে জানা গেছে, খেলায় জয়লাভের পর ফরিদগঞ্জের দর্শকরা একটি বাসযোগে নিজ এলাকায় ফিরছিলেন। ওয়্যারলেস মোড় অতিক্রমের সময় মতলব দক্ষিণের দর্শক ও সমর্থকদের একটি বাস থেকে কয়েকজন নেমে এসে ফরিদগঞ্জের বাসে অতর্কিত হামলা চালায়। এ সময় বাসে ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠি ও হকিস্টিক দিয়ে ভাংচুর চালানো হয়।

আহত মারুফ (১৮) বলেন, আমরা খেলায় জিতে বাসে করে ফরিদগঞ্জ ফিরছিলাম। হঠাৎ ওয়্যারলেস মোড়ে মতলবের কয়েকজন বাস থেকে নেমে আমাদের বাসে হামলা চালায়। বাসের কাচ ভেঙ্গে গেলে আমার, সিহাবের (১৭) এবং আবির (১৮)-এর হাতে কেটে যায়।

বাসটির চালক জানান, দর্শকরা বিজয়ের আনন্দে উল্লাস করতে করতে ফিরছিলেন। হঠাৎ কয়েকজন এসে লাঠি ও হকিস্টিক দিয়ে গাড়ির জানালার কাচ, সাইড মিররসহ বিভিন্ন অংশ ভেঙ্গে দেয়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ার হোসেন সজিব বলেন, খেলা শেষে আমরা খেলোয়াড়দের গোছগাছ করছিলাম। সন্ধ্যার পর খবর পাই, আমাদের দর্শকদের বহনকারী বাসে হামলা হয়েছে। ফরিদগঞ্জে ফিরে দেখি বাসটি ভাংচুর করা হয়েছে। খেলা শেষে এমন আচরণ অপ্রত্যাশিত, অত্যন্ত দুঃখজনক।

উল্লেখ্য, চাঁদপুরে ২১ তম ডিসি কাপের উদ্বোধনী ম্যাচে ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলার ফুটবল ম্যাচে ২-১ গোলে জয়লাভ করে ফরিদগঞ্জ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়