রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৪

মোহামেডানকে হারিয়ে মওসুম শুরু বসুন্ধরা কিংসের

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে

ঘরোয়া মৌসুমের প্রথম টুর্নামেন্ট বসুন্ধরা গ্রুপ চ্যালেঞ্জ কাপে মোহামেডান স্পোর্টিংকে ৪-১গোলের বড় ব্যবধানে হারালো বসুন্ধরা কিংস। শুক্রবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উত্তেজনাকর ম্যাচ উপভোগ করে দর্শকরা।

মাঠ পুরোপুরি প্রস্তুত না থাকায় শুরু হতে দেরি হয় ১১ মিনিট। খেলা শুরুর পর মাত্র ১৩ মিনিটের মধ্যেই দেখা মেলে দুটি পেনাল্টির। দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো দলকে এগিয়ে নেওয়ার পর মোহামেডানকে সমতায় ফেরান মোজাফ্ফর মোজাফ্ফরভ। এরপর রাফায়েল আগুস্তো ও ইমানুয়েল সানডের লক্ষ্যভেদের পর দোরিয়েলতনের দ্বিতীয় গোলে বড় জয় নিশ্চিত হয় বসুন্ধরা কিংসের।

৬২তম মিনিটে বড় ধাক্কাটা খায় কিংস। মোহামেডানের মিনহাজুর আবেদিন রাকিবকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মিডফিল্ডার সোহেল।

৭২ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে গোল করেন রাফায়েল আগুস্তো, এগিয়ে যায় কিংস।

৭৫ মিনিটে দোরিয়েলতনের কাটব্যাক থেকে গোল করে সাবেক ক্লাব মোহামেডানের বিপক্ষে ব্যবধান বাড়ান এমানুয়েল সানডে। শেষদিকে ৮৬ মিনিটে মোহামেডান ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে চতুরতার সঙ্গে গোল করে ব্যবধান ৪-১ করেন দোরিয়েলতন।

এরপরই মোহামেডান সমর্থকরা গ্যালারি থেকে মাঠে ফ্লেয়ারসহ নানা কিছু ছুঁড়তে থাকেন। তাতে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। পরিস্থিতি ঠাণ্ডা হলে ফের শুরু হয় খেলা, কিন্তু মোহামেডান পারেনি ঘুরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দিতে। হারের হতাশা নিয়ে নতুন মৌসুম শুরু হলো আলফাজ আহমেদের দলের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়