প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৬
তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল
রোববার কিশোরগঞ্জের সাথে খেলবে চাঁদপুর জেলা দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে সারা বাংলাদেশে। এরই ধারাবাহিকতায় রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেল তিনটায় কিশোরগঞ্জ উপজেলা মাঠে কিশোরগঞ্জ জেলা দলের সাথে খেলতে নামবে চাঁদপুর জেলা ফুটবল দল। এ
|আরো খবর
চাঁদপুর জেলা ফুটবল দলের কোচ আনোয়ার হোসেন মানিক ও জাহাঙ্গীর গাজীর সাথে আলাপকালে তারা জানান, আমরা জেলা ফুটবল দলের খেলোয়াড়দের নিয়েই দীর্ঘদিন ধরে অনুশীলন করে যাচ্ছি। দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। আশা করি তারা যদি তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে আমরা কিশোরগঞ্জের সাথে অবশ্যই জয়লাভ করবো।
চাঁদপুর জেলা ফুটবল দলের খেলোয়াড়রা হলেন : সাকিব, সাইফুল, আলমগীর, আমানুল্লাহ, সাইফ, তাওহিদ, সাইফুল শেখ, নাজমুল, আব্দুল্লাহ, জুবায়ের, রাব্বি, হৃদয় মিজি, ইউসুফ, ইয়াসিন, রহিম, ওমর সানি, মানিক, ইসমাইল, রাশেদ ও তরুণ। টিম ম্যানেজার জিন্নাহ।