শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২১

শ্রীনগরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাঘরা আমতলা চ্যাম্পিয়ন, টিম রয়েল রানার আপ

আব্দুল মান্নান সিদ্দিকী
বাঘরা আমতলা চ্যাম্পিয়ন, টিম রয়েল রানার আপ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা স্বরূপচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল চারটায় বাঘরা যুব উন্নয়নের আয়োজনে অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

ফাইনালে বাঘরা আমতলা ও টিম রয়েল অংশগ্রহণ করে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে উভয় দল গোল করতে ব্যর্থ হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে টিম রয়েল গোল করতে ব্যর্থ হলেও আমতলা একটি গোল করে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মুজিবুর রহমান মেম্বার, নুরুজ্জামান মেম্বার, আব্দুস সালাম সিকদার, হাবিল খান, হাফেজ ইব্রাহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা উপভোগ করেন শত শত ক্রীড়া প্রেমিক দর্শক। মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলা শেষে অতিথিগণ বিজয়ী ও বিজিত দলের হাতে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি তুলে দেন।

ডিসিকে/এমজেডএইচ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়