শনিবার, ০৩ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ জুলাই ২০২১, ১৮:১৯

টি-২০-এর ফিল্ডিংয়ে শামীম পাটওয়ারীর সেরা ক্যাচ

চৌধুরী ইয়াসিন ইকরাম
টি-২০-এর  ফিল্ডিংয়ে শামীম পাটওয়ারীর সেরা ক্যাচ

জিম্বাবুয়ে ও বাংলাদেশ টি-২০ ক্রিকেট খেলায় মাঠে ফিল্ডিংয়ে নামলেন জাতীয় দলের নতুন মুখ চাঁদপুরের শামিম পাটওয়ারী। আর ফিল্ডিংয়রত অবস্থায় সেরা একটি ক্যাচ ও নিয়েছেন ক্রিকেটার শামিম পাটওয়ারী। ধারাভাষ্যকার টিভি রিপ্লতে বেশ কয়েকবার শামিমের বাউন্ডারি থেকে হাতের তালুতে নেয়া ক্যাচের প্রশংসা করেছেন। টি-২০ এর প্রথম খেলায় মুল একাদশে সুযোগ না পেলেও অতিরিক্ত খেলোয়াড়ের তালিকায় ছিলেন। দলীয় ৬ ওভার ৫ বলের সময়ে পরিবতীত ফিল্ডার হিসেবে মাঠে নামেন শামিম । বাংলাদেশ দল জিম্বাবুয়ের সাথে টসে হেরে ফিল্ডিং করেছেন।

বাংলাদেশ দলের ওপেনিং ওভারটি ভালো হলেও পরবতী ওভারগুলোতে বলের চেয়ে রান দিতে হয়েছে বেশি বোলারদের । দলীয় ১৫ তম ওভারে বোলার শরীফুল সবচেয়ে কম রান দেন। ওই ভারে শরীফুল ১ রানের বিনিময়ে ১ টি উইকেট নেন তখন জিম্বাবুয়ের রানের স্কোর ছিলো ৬ উইকেটে ১২২। শামিম ১৭ ওভার ৪ বলে জিম্বাবুয়ের ব্যাটসম্যান রায়হান ব্লুর মারা বলটি বাউন্ডারিতে গিয়ে ঈগলের মতো লাফিয়ে ধরে ফেলেন। বোলিংয়ে'র দায়িত্ব ছিলেন সাইফুদ্দিন। জিম্বাবুয়ে ১৯ ওভারে সবক'টি উইকেট হারিয়ে ১৫২ রান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়