সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১৫:৩৯

ফরিদগঞ্জে লায়ন হারুন এম এ হান্নান বিল্লাল মিয়াজীর মনোনয়ন বৈধ

ইসলামী ফ্রন্ট প্রার্থীসহ ৪জনের মনোনয়নপত্র বাতিল

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে লায়ন হারুন এম এ হান্নান বিল্লাল মিয়াজীর মনোনয়ন বৈধ

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন জমাদানকারী ১০জন প্রার্থীর মধ্যে ৪জনের মনোনয়ন বাতিল হয়েছে। এরা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মোজাম্মেল, জাতীয়তাবাদী কর আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্বাস উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন ও ইসলামী ফ্রন্ট প্রার্থী ও গাউছিয়া কমিটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল মালেক বুলবুল। শনিবার (৩ জানুয়ারি ২০২৫) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা কার্যালয়ে যাচাই বাছাই কালে মনোনয়ন বৈধ হওয়া অন্যরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হান্নান, জামায়াত প্রার্থী জেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় পার্টির প্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাহমুদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মুকবুল হোসাইন, গণফোরাম প্রার্থী ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রার্থী মুনীর চৌধুরী। রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে মার্কেন্টাইল ব্যাংক ধানমন্ডি শাখায় ঋণখেলাপি হওয়ার কারণে ইসলামী ফ্রন্ট প্রার্থী ও গাউছিয়া কমিটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল মালেক বুলবুল, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্বাস উদ্দিনের মনোনয়নপত্রের সঙ্গে ৪৬০০এর বেশি স্বাক্ষর হওয়ার কথা কিন্তু ৩১০৬ পর্যন্ত সিরিয়াল আছে বাকিগুলা সিরিয়াল নেই। এর মধ্যে ১ জন মৃত, ব্যক্তির ৭ জনের স্বাক্ষর নাই, ১ জনের খোঁজ নাই। স্বতন্ত্র প্রার্থী জাকির হোসাইনের ১% যথাযথ নয়। এছাড়া ৬ জনের অস্তিত্ব নেই, ৩ জন এই বিষয়ে জানেন না। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মনোনয়নপত্রে বিএনপি লিখেছেন, কিন্তু দলের প্রত্যয়ন নেই। স্বতন্ত্র হিসেবে বিবেচনা সম্ভব হচ্ছে না বিধায় তার মনোনয়নও অবৈধ ঘোষনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়