প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ২০:২৮
চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) জুমার নামাজ শেষে চাঁদপুর শহরের পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির নির্দেশনায় পৌর ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে জুমার নামাজ পরবর্তী এই দোয়া মাহফিলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
|আরো খবর
চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রবীণ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিছ বেপারী, সাধারণ সম্পাদক মো. আসলাম তালুকদার, পৌর বিএনপি নেতা নজরুল ইসলাম নজু বেপারী (সাবেক কমিশনার), আনোয়ার মাঝি, বিএনপি নেতা শাহজাহান মোল্লা, রতন গাজী, গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা ছলেমান ঢালী, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোখলেস খান, কামাল মজুমদার, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো. সুমন বেপারী, সদর উপজেলা যুবদল নেতা জুলহাস জুয়েল, ১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রফিক মিজি, যুবদল নেতা সাদ্দাম মল্লিক, ইমরান, শাহজালাল মাঝি, ইব্রাহিম ইবু, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহাগ চৌধুরী, সদস্য সচিব আরিফ মিজি, যুগ্ম আহ্বায়ক ফখরুল মোল্লা, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির এ্যানি, সাধারণ সম্পাদক রনি তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।








