বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ২২:১৭

স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভায় লায়ন হারুনুর রশিদ

তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের শুভ সূচনা হবে

প্রবীর চক্রবর্তী।।
তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের শুভ সূচনা হবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এবং তাঁকে স্বাগত জানাতে ফরিদগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে স্থানীয় মান্দারখীল মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, মজিবুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক এএম টুটুল পাটওয়ারী, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহাম্মদ, শাওন পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান প্রমুখ।

সভাপতির বক্তব্য রাখতে গিয়ে লায়ন মো. হারুনুর রশিদ বলেন, গত ১৭ বছর দেশের বাইরে থেকেও আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে বিএনপির কোটি কোটি নেতা-কর্মীকে আগলে রেখেছেন, তা একটি বড়ো দৃষ্টান্ত। ২৫ ডিসেম্বর তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হবে। এতোদিন যারা নানা রটনা ও ঘটনার মাধ্যমে তারেক রহমানের এ দেশে আসার কথা নিয়ে নানা কথা বলতো, তাদের মুখে ছাই পড়বে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনার পলায়নের পর যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তারেক রহমানের দেশের মাটিতে পা রাখার সাথে সাথে অর্থাৎ তাঁর আগমনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের শুভ সূচনা হবে।

সভায় জাননো হয়, ২৪ ডিসেম্বর মধ্য রাতে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে যাত্রীবাহী লঞ্চ। যাতে ফরিদগঞ্জের হাজারো নেতা-কর্মী যোগদান করবেন বলে নিশ্চিত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়