মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৩১

ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন-বঞ্চিতরাও মনোনয়নপত্র সংগ্রহ করছেন

এনসিপি ত্যাগ করে গণঅধিকারের প্রার্থী হচ্ছেন আরিফ

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন-বঞ্চিতরাও মনোনয়নপত্র সংগ্রহ করছেন
মঙ্গলবার চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে অ্যাড. আব্বাস উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল মিজি ও বিএনপি নেতা মনির হোসেন।

দলীয় চূড়ান্ত মনোনয়ন ঘোষণা না করায় এবং মনোনয়ন পরিবর্তনের প্রত্যাশা নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি'র মনোনয়ন-বঞ্চিত সহ মোট ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে বিএনপির বাইরে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টিসহ অন্য কেউই এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি। গুঞ্জন রয়েছে, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আট দলীয় জোটের প্রার্থী হিসেবে তারা একক প্রার্থী ঘোষণা করবেন। তখন হয়তো মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তবে বিষয়টি দলের কেউ নিশ্চিত করেননি।

সহকারী রিটার্নিং অফিসার ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ। মনোনয়ন-বঞ্চিতদের মধ্যে রয়েছেন : ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেল, জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দিন এবং আব্দুল মালেক বুলবুল। উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের ভায়রা আব্দুল মালেক এম এ হান্নানের বিকল্প হিসেবে মনোনয়ন নিয়েছেন বলে একটি সূত্রে জানা গেছে।

সর্বশেষ মঙ্গলবার সকালে পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জামাল মিজি ও বিএনপি নেতা মনির হোসেন অ্যাডভোকেট আব্বাস উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় চূড়ান্ত মনোনয়ন ঘোষণা না হওয়ায় দলের 

মনোনয়ন-বঞ্চিতরা নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আরও বেশ ক'জন মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে। মনোনয়ন-বঞ্চিতরা এক ছাতার নিচে আসার চেষ্টা করছেন বলেও জানা গেছে। আগামী ২৯ ডিসেম্বর ২০২৫  মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এর মধ্যে ক'জন মনোনয়নপত্র জমা দেবেন তা নির্ভর করবে কে কে নির্বাচনে অংশ নিচ্ছেন তার ওপর। উল্লেখ্য, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় শূরা কমিটির সদস্য মাও. বিল্লাল হোসেন মিয়াজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক মুকবুল হোসাইন এবং এনসিপি থেকে পদত্যাগকারী কেন্দ্রীয় সংগঠক আরিফুল ইসলাম তালুকদার গণঅধিকার পরিষদ থেকে প্রার্থী মনোনীত  হয়েছেন।

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়