বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৯:০৫

মনোনয়নপত্র সংগ্রহপূর্ব সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমএ হান্নান

আমি বিশ্বাস করি চূড়ান্ত মনোনয়নে দল আমাকে মূল্যায়ন করবে

প্রবীর চক্রবর্তী।।
আমি বিশ্বাস করি চূড়ান্ত মনোনয়নে দল আমাকে মূল্যায়ন করবে
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করছেন বিএনপি নেতৃবৃন্দ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জন্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব এমএ হান্নান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার হাত থেকে এমএ হান্নানের পক্ষে সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল মিজি, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানা, পৌর মহিলা দলের আহ্বায়ক আলেয়া বেগম ও পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে তারা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমএ হান্নানের হাতে তা তুলে দেন।

এর আগে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমএ হান্নান মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, ১৯৭৮ সালে আমি ছাত্রদলের সাথে জড়ানোর মধ্য দিয়ে রাজনীতিতে পা রাখি। পরবর্তীতে সাবেক চারবারের সংসদ সদস্য প্রয়াত আলমগীর হায়দার খানের হাত ধরে বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়ি। গত ত্রিশ বছর ধরে আমি ফরিদগঞ্জবাসীর সেবা করে আসছি। কখনই দলের গুরুত্বপূর্ণ পদ ও জনপ্রতিনিধি হওয়ার লোভ করিনি। কিন্তু নেতারাই আমাকে সেই পথে টেনে নিয়ে গেছেন। আর তাই আমি দলের দায়িত্ব গ্রহণের পাশাপাশি মনোনয়ন প্রত্যাশী হিসেবে নাম লিখিয়েছি। এবারো আমি সকল দিক থেকে এখন পর্যন্ত এগিয়ে রয়েছি। আশা করছি বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রদানের সময়ে অবশ্যই আমাকে দল মূল্যায়ন করবে। সেজন্যে আমি বিএনপির একজন প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছি। সাংবাদিকদের মাধ্যমে আমি উপজেলাবাসী ও দলীয় নেতা-কর্মীদের কাছে দোয়া চাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল থেকে আমাকে আমার অবস্থানে থেকে দলকে ঐক্যবদ্ধ করে ধরে রাখার কথা বলা হয়েছে, এর বাইরে কিছু নয়।

মতবিনিময়কালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, ফারুক আহমেদ খান, নজরুল ইসলাম, আব্দুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসন মিজি, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর , পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু, শ্রমিক দলের আহ্বায়ক আজিম খান, পৌর মৎস্যজীবী দলের সভাপতি ইউনুছ মিজি, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে এমএ হান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন ও ডা. আবুল কালাম আজাদ। তারা বলেন, আমরা এখনো বিশ্বাস করি, শেষ মুহূর্তে হলেও দল তার সিদ্ধান্ত পরিবর্তন করবে। আমরা শেষক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো, নচেৎ জনমানুষের দাবি অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্ত নেবো।

উল্লেখ্য, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে প্রাথমিকভাবে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়