বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ২০:১৬

চাঁদপুর-৩ আসনে খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মাও. লিয়াকত হোসাইনের গণসংযোগ

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর-৩ আসনে খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মাও. লিয়াকত হোসাইনের গণসংযোগ
চাঁদপুর-৩ আসনে খেলাফত মজলিসের ‘রিকশা মার্কা’র পক্ষে গণসংযোগ করছেন মাও. মো. লিয়াকত হোসাইন।

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত চাঁদপুর-৩ আসনের প্রার্থী মাওলানা লিয়াকত হোসাইন দলীয় প্রতীক রিকশা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন।

বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে চাঁদপুর পৌর ১২ ও ১৫ নং ওয়ার্ড, চেয়ারম্যানঘাট, কোর্ট চত্বর, জিটি রোড (দক্ষিণ উত্তর) দর্জিঘাট ও বঙ্গবন্ধু সড়ক এলাকায় রিক্সা মার্কায় গণসংযোগ করেন। বিকেলে বাদ আসর থেকে গণসংযোগ করা হয় ৬নং এবং ৭নং ওয়ার্ডের স্ট্র্যান্ড রোড, মাছঘাট, বড় স্টেশন, লঞ্চঘাট ও নিশি বিল্ডিং এলাকায়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, মাওলানা মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, জেলা প্রচার সম্পাদক হাফেজ আবু ইউসুফ, জেলা অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, শহর সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, শহর শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, শহর শাখার অফিস সম্পাদক হাফেজ ইসমাইল, যুব মজলিস জেলা সভাপতি মাওলানা তারেক হাসান, সহ-সভাপতি মাওলানা ফজলুল করিম প্রমুখ।

এছাড়া রিক্সা প্রতীকের প্রার্থী মাওলানা লিয়াকত হোসাইনের সাথে ছিলেন জেলা কমিটির সদস্য হাফেজ আবুল কাশেম, ১২নং ওয়ার্ড সভাপতি ডাক্তার আব্দুল কাদের, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইসমাইল, ১৫নং ওয়ার্ডের দায়িত্বশীল মো. রবিউল হাসান, ৭নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মোশাররফ, সাধারণ সম্পাদক আব্দুস সোবহানসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়