বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৫:৪৮

বদরগঞ্জে নারী অপহরণ মামলায় বিএনপি নেতা গ্রেফতার

ফারুক হোসেন নয়ন
বদরগঞ্জে নারী অপহরণ মামলায় বিএনপি নেতা গ্রেফতার

রংপুরের বদরগঞ্জে নারী অপহরণ মামলায় লিয়াকত উল্লাহ লুসান নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। ওই বিএনপি নেতা উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক। গ্রেফতার লিয়াকত উল্লাহ গোপালপুর শ্যামপুর স্টেশনপাড়া গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে।

জানা যায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রোববার (২ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় গোপালপুর ইউনিয়নের স্থানীয় এক বিদ্যালয় থেকে শিক্ষিকা বাড়ি ফেরার পথে গোপালপুর বটেতল নামক জায়গায় লিয়াকত উল্লাহ সহ ৭-৮ জন জোরপূর্বক মারধর করে মাইক্রোবাসে তুলে নেন। ওই মাইক্রোতে শিক্ষিকা গুরুতর আহত হলে তিনি চিৎকার করেন। পরে তাকে পদাগঞ্জ বাজারের পাশে মাইক্রো থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বদরগঞ্জ থানায় এসে অজ্ঞাত পাঁচজনসহ ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ওই শিক্ষিকা। সেই মামলায় বিএনপি নেতা লিয়াকত উল্লাহকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রেফতার করে পুলিশ।

উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী জানান, লিয়াকত উল্লাহ লুসানকে পুলিশ গ্রেফতার করেছে বলে আমি জানতে পেরেছি। কী কারণে গ্রেফতার করেছে আমার জানা নেই। জেনে বলতে হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক মুঠোফোনে বলেন, লিয়াকত উল্লাহ লুসান গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছে। পুলিশ তাকে গ্রেফতারের বিষয় আমার জানা নেই। আমি বাইরে ছিলাম।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান জানান, শিক্ষিকাকে অপহরণ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়