প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ২২:২১
কচুয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও লিফলেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কচুয়ায় বর্ণাঢ্য র্যালি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দুপুরে ড. মিলন সমর্থিত উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে ডাকবাংলো প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত র্যালিটি পৌরবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডাকবাংলো প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা কচুয়া বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
বর্ণাঢ্য র্যালি ও লিফলেট বিতরণ শেষে আলোচনা সভায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. মিলন সমর্থিত কচুয়া পৌরসভা যুবদলের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন ফরহাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।
এছাড়া প্রধান সমন্বয়ক শাহ জালাল প্রধান, কচুয়া উত্তর অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম কমিশনার, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীন পাটোয়ারী, দপ্তর সম্পাদক ও ৬নং কচুয়া উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী আব্দুল হাই, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।








