শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০১:০৭

কচুয়ায় স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক
কচুয়ায় স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু
ছবি : সংগৃহীত

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে।

মনপুরা পশ্চিম পাড়া শোকের মাতম চলছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন একজন বিশিষ্ট ব্যবসায়ী

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমকে বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন সম্পন্ন করার রেশ কাটতে না কাটতেই বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী।

অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্যে দ্রুত ঢাকায় নেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস—ঢাকা নেয়ার পথিমধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত এই দম্পতি মৃত্যুকালে ২ ছেলে ও ২ মেয়ে-সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

স্থানীয় ইউপি সদস্য জানান, দম্পতিটির মধ্যে দীর্ঘদিনের গভীর বন্ধন ছিলো, যা তাদের এমন সমান্তরাল মৃত্যুতে ফুটে উঠেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও মা উভয়কে হারিয়ে সন্তানরা এখন দিশেহারা

একইদিনে স্বামী ও স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে মনপুরা গ্রাম-সহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

সূত্র : বাণিজ্য প্রতিদিন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়