শনিবার, ৩০ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ২১:৫৮

চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সম্মেলন

সংস্কার ছাড়া নির্বাচন হলে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটবে : অ্যাড. শাহজাহান মিয়া

সংস্কার ছাড়া নির্বাচন হলে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটবে : অ্যাড. শাহজাহান মিয়া
অনলাইন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেলে মধ্য ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া।

তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। এদেশে বৈষম্যের কোনো স্থান থাকবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কার আনতে হবে। জনগণের একটাই দাবি—পিআর পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করা।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর অ্যাড. শাহজাহান খান, সেক্রেটারি মাওলানা শেখ মো. বেলায়েত হোসেন, সমাজসেবক এসএএম মিজানুর রহমান ও আব্দুস শুক্কুর মস্তান।

ওয়ার্ড জামায়াতের আমীর অধ্যাপক মো. ওমর ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. শরীফ খানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শহর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজ, গোলাম মাওলা, মোল্লা হানিফ, আলমগীর বন্দুকসী, আব্দুল হাই লাভলু, মাওলানা ছিদ্দিকুর রহমান মাজেদী, আজিজুর রহমান, মঞ্জুর হোসাইন, বিএম হারুনসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন ওয়ার্ড জামাত নেতা আব্দুল গফুর মোল্লা, সোলায়মান খান, সোহেল বেপারী, মনির গাজী, শাহাদাত মীর, খাজা আহমদ খলিফা, আমির খলিফা, মাহমুদুল হাসান হাওলাদার, শাহজাহান কবিরাজ, ফয়সাল খান, রাসেল বেপারী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়