শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৮:৩৩

শনিবার কচুয়ায় জাতীয়তাবাদী যুবদলের কর্মী সম্মেলন

আলমগীর তালুকদার।।
শনিবার কচুয়ায়  জাতীয়তাবাদী যুবদলের কর্মী সম্মেলন
মোহাম্মদ মোশাররফ হোসেন, মানিকুর রহমান ও নুরুল আমিন খান।

কচুয়ায় শনিবার (২৩ আগস্ট ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সম্মেলন। কচুয়া উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বিকেল ৩ টায় কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কচুয়া উপজেলা বিএনপি'র সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন।

কচুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান স্বপন ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ প্রধানিয়ার যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন খান আকাশ ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার। এছাড়া জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন ।

পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন প্রধান জানান, ইতোমধ্যে মাঠ সজ্জিতকরণ, সাউন্ড সিস্টেম, মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মহিউদ্দিন মজুমদার ও পৌর যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান জানান, কর্মী সম্মেলনে উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ১১৭ টি ইউনিটের পাঁচ সহস্রাধিক কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন। সে লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করে দেয়া হয়েছে। আমরা আশা করছি, কর্মী সম্মেলনটি জনসভায় পরিণত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান অতিথি ও প্রধান বক্তা গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। সকল নেতাকর্মীকে সুশৃঙ্খলভাবে কর্মী সম্মেলনে অংশগ্রহণ করার আহ্বান জনাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়