শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৪:৫২

মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রেদওয়ান আহমেদ জাকির
মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মতলব দক্ষিণে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ দলের মতলব পৌর শাখার আয়োজনে

শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বেলা এগারোটায় স্থানীয় রিক্সা স্ট্যান্ড থেকে র‌্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতলব ম্যাক্সি স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন পাটোয়ারীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম রানার পরিচালনায় বক্তব্য রাখেন মতলব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান ও মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মিরাজ মাহমুদ জিসান।

এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব আহমেদ সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোজাহিদুল ইসলাম কিরণ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কমিশনার মল্লিক মো. শাহজাহান, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, মতলব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী, মতলব পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব, মাসুদুল ইসলাম সোহাগ, শাহীন ভুইয়া,

পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক কবির দেওয়ান, উপজেলা যুবদলের সদস্য সচিব নাসির মিয়াজী, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, মাহবুবুর রহমান, শিপন মৃধা, সদস্য নেপাল চন্দ্র বণিক, সাইফুল ইসলাম টিটু,আতিক ফরাজী প্রমুখ।

এছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়