শনিবার, ১৯ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ২০:০৮

শহীদদের রুহের মাগফেরাত কামনায় জেলা ওলামা দলের দোয়া মাহফিল

রাজনৈতিক কাজে কেউ যেনো মসজিদকে ব্যবহার করতে না পারে ------শেখ ফরিদ আহমেদ মানিক

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
রাজনৈতিক কাজে কেউ যেনো  মসজিদকে ব্যবহার করতে না পারে ------শেখ ফরিদ আহমেদ মানিক
চাঁদপুর জেলা ওলামা দলের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

২০২৪-এর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের হাতে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় জেলা ওলামা দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই দোয়া মাহফিল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, জুলাই মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে অনেকে নিহত হয়েছেন। ২০০৯ সাল থেকে আমরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। অবশেষে ২০২৪ সালে ফ্যাসিবাদী সরকারকে আন্দোলনের মাধ্যমেই আমরা পতন করিয়েছি।

তিনি বলেন, মসজিদ একটি পবিত্র স্থান, ইবাদতের স্থান। জাতীয়তাবাদী দল জনগণের দল। ইবাদত ছাড়া অন্য কোনো কাজে বা রাজনৈতিক কাজে কেউ যেনো মসজিদকে ব্যবহার করতে না পারে সেদিকে সকলে সজাগ থাকবেন।

চাঁদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ মাওলানা জাকির হোসেন মৃধার পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাওলানা রফিকুল ইসলাম, অধ্যাপক মো. সাইফুল ইসলাম খান, মাওলানা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসমাইল হোসেন শেখ, ফরিদগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি অধ্যাপক বিন ইয়ামিন ও হাইমচর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আলমগীর হোসেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাইনুদ্দিন।

আলোচনা সভা শেষে সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ডি এম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়