বুধবার, ২৮ মে, ২০২৫  |   ৩৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৭ মে ২০২৫, ১৯:৩৫

চার মামলা থেকে অব্যাহতি পেলেন ছাত্রদল নেতা আকাশ মিয়াজী

মোহাম্মদ মহিউদ্দিন
চার মামলা থেকে অব্যাহতি পেলেন ছাত্রদল নেতা আকাশ মিয়াজী

আওয়ামী লীগের সময় প্রতিহিংসামূলকভাবে দায়ের করা চারটি রাজনৈতিক মামলা থেকে অব্যাহতি পেলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী আইন ছাত্রফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আকাশ মিয়াজী।

মঙ্গলবার (২৭ মে ২০২৫) মতিঝিল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মাহয়েমুনুল ইসলাম জানান, ২০২১ সালের ২৯ আগস্ট মতিঝিল থানায় দায়ের করা রাজনৈতিক মামলা (যার নং ২২) আইন অনুসারে তদন্ত সাপেক্ষে ফাইনাল রিপোর্ট দেয়া হয়েছে।

এই মামলায় ছাত্রদল নেতা মো. আকাশ মিয়াজীকে ১৩ নং এজহারভুক্ত আসামী করা হয়েছিলো। এর পূর্বে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১)-এর বিচারক মো. রুহুল আমিনের আদালত থেকে দ্রুত বিচার আইনে কচুয়ার জগতপুরে গাড়ি পোড়ানোর ও আওয়ামী লীগের নেতাদের মারধরের অপরাধে ২০১৫ সালের ৫ জানুয়ারি কচুয়া থানায় দায়ের করা এসটিসি ০২/১৭ মামলা থেকে অব্যাহতি পান তিনি।

এই মামলায় মো. আকাশ মিয়াজীকে ২০১৫ সালের ১৭ মার্চ সাচার গ্রাম থেকে গ্রেফতার করা হয় ।

৪০ দিন কারাভোগের পর চাঁদপুর জেলা ও দায়রা জজ কোর্ট থেকে জামিন পান তিনি।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যুবলীগ নেতা কচুয়ার হরিপুর গ্রামের স্বপন বাদী হয়ে প্রথম মামলা করেন, দ্বিতীয় মামলা করেন যুবলীগ নেতা মো. জসিম উদ্দিন, তৃতীয় মামলা করেন কচুয়া থানার এএসআই নাছির উদ্দীন ও ৪র্থ মামলা করেন মতিঝিল থানার এসআই দেলোয়ার হোসেন।

আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রদল নেতা মো. আকাশ মিয়াজীর বিরুদ্ধে দায়ের করা মোট ৪ টি মামলা থেকে তিনি অব্যাহতি পেলেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়