প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০১:০৭
বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্পের পূর্বাভাস!
শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ? নব্য আওয়ামী লীগের ছায়া, দিল্লির উদ্বেগ!

|আরো খবর
নব্য আওয়ামী লীগ গঠনের প্রস্তাবনায় শেখ হাসিনাহীন নেতৃত্বের চাঞ্চল্যকর ছক
আওয়ামী লীগের ভেতরে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি চলছে। এমনটাই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। তারা জানায়, শেখ হাসিনাহীন একটি “পরিচ্ছন্ন আওয়ামী লীগ” গঠনের উদ্যোগ নিয়েছে একটি মহল, যা বর্তমান দলীয় নেতৃত্বে অস্থিরতা সৃষ্টি করেছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভবিষ্যতে শেখ হাসিনা নেতৃত্বে নাও থাকতে পারেন। এ নিয়ে দলে নতুন করে ভাবনা শুরু হয়েছে। চক্রান্ত ঠেকাতে সক্রিয় হয়েছে বর্তমান আওয়ামী লীগ নেতৃত্ব।
প্রকাশ্যে না এলেও দলের অভ্যন্তরে নতুন নেতৃত্ব তৈরির চেষ্টার গন্ধ পাওয়া যাচ্ছে। শেখ হাসিনার ঘনিষ্ঠদের ছাঁটাই করে এমন এক আওয়ামী লীগ গঠনের প্রচেষ্টা চলছে, যাদের পরিচয় 'পরিচ্ছন্ন' নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় একটি বিশেষ গোষ্ঠী।
ভারতের কূটনৈতিক মহলেও বিষয়টি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ এই পরিকল্পনার পেছনে কিছু পাকিস্তানঘেঁষা নেতার সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে। আনন্দবাজারের বরাতে জানা গেছে, দিল্লির একাধিক সাবেক কূটনীতিক মনে করেন, “আওয়ামী লীগ যদি পাকিস্তান ঘনিষ্ঠদের হাতে চলে যায়, তাহলে সেটি ভারতের জন্য অশনিসংকেত।”
২০০৭ সালে শেখ হাসিনাকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্ব তৈরির যে উদ্যোগ পশ্চিমা শক্তি নিয়েছিল, এবার তারই নতুন সংস্করণ চলছে বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা। তাদের মতে, ‘হাসিনা-হীন আওয়ামী লীগ আদতে আওয়ামী লীগের ধ্বংস ডেকে আনবে।’
বর্তমানে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে শেখ হাসিনা নিজেই ৬৪ জেলার মধ্যে ২৩ জেলার নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। প্রতিটি বৈঠকে তিনি নিজের ভূমিকা ব্যাখ্যা করছেন এবং কর্মীদের উদ্বুদ্ধ করছেন।
তিনি বলছেন, “আমি দেশ ছাড়তে চাইনি। আমাকে জোর করে দেশছাড়া করা হয়েছে। আমার সরকার ফেলে চক্রান্ত করা হয়েছে। এর শেষ দেখে ছাড়ব।”
এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে—কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের কয়েকজন নেতা যারা গোপনে বিভিন্ন জেলার নেতাদের ‘নিরাপত্তার গ্যারান্টি’ দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিতে বলছেন।