শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ২১:০৯

ঝটিকা মিছিলের দায়ে গ্রেফতার দুই আ. লীগ নেতা চারদিনের রিমান্ডে

মো. জাকির হোসেন
ঝটিকা মিছিলের দায়ে গ্রেফতার দুই আ. লীগ নেতা চারদিনের রিমান্ডে
ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টনে ঝটিকা মিছিলের দায়ে গ্রেফতার হওয়া দুই আওয়ামী লীগ নেতাকে চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন:

শাহে আলম মুরাদ: ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

অ্যাডভোকেট আনিসুর রহমান: ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর আজিজুল হক সুমন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন মডেল থানার প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর রোকনুজ্জামান রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে উত্তরা এলাকা থেকে শাহে আলম মুরাদকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মামলার এজাহারে বলা হয়, গত ৬ এপ্রিল সকাল ৭টার দিকে পল্টন মডেল থানাধীন জাতীয় স্টেডিয়ামের বিপরীত পাশে শহিদ আবরার হোসেন অ্যাভিনিউয়ের পূর্ব পাশে রাস্তায় আসামিরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং তাদের সহযোগী অঙ্গসংগঠন নিয়ে ঝটিকা মিছিল করে সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা এবং ক্ষতিসাধনের চেষ্টা করেন। ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করতে তারা সমবেত হন। সরকারবিরোধী স্লোগান দিয়ে সমাবেশের চেষ্টা করছিলেন আসামিরা। তবে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যান। এ ঘটনায় ওইদিনই পল্টন মডেল থানায় মামলা করে পুলিশ।

এদিকে রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় শুক্রবার ফের মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়, যেমন:

"তুমি কে আমি কে, বাঙালি বাঙালি"

"তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা"

"শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে"

"শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই"

"শেখ হাসিনার সরকার, বারবার দরকার"

এই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন।

এর আগে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর বাড্ডা-ভাটারা-রামপুরা প্রধান সড়কে হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়