রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১৪:৩৮

মতলবে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির শতাধিক নেতা-কর্মীর পদত্যাগের ঘোষণা

মতলবে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির শতাধিক নেতা-কর্মীর পদত্যাগের ঘোষণা
মতলব দক্ষিণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দিচ্ছেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন।
রেদওয়ান আহমেদ জাকির

মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিনের নেতৃত্বে গণহারে বিভিন্ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীরা পদত্যাগ করেছেন।

সোমবার (১৭ মার্চ ২০২৫) দুপুরে স্থানীয় কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন বলেন, বিগত বছরগুলোতে জাতীয় পার্টি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অংশীদার ছিলো। যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, রাহাজানি ও হত্যার সাথে জড়িত নয়, তারপরেও জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছিলো। তাই ওই সময়ে আমাদের কোনো কর্মকাণ্ডে ভুল করে থাকলে আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি। আর আমি ও আমার উপজেলা এবং পৌর কমিটির সকল সহযোদ্ধাকে নিয়ে গণহারে পদত্যাগ করছি। জুলাই বিপ্লবে ছাত্র- জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সক্রিয় ভূমিকা পালন করবো।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সভাপতি মহসিন সরকার, নায়েরগাঁও উত্তর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সার্জেন্ট আব্দুল কাদের, মহিলা জাতীয় পার্টির সভানেত্রী কাজল রেখা প্রমুখ। এই সম্মেলনে পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিয়া, উপজেলা যুব সংহতির সভাপতি আলমগীর হোসেন বাবুল ফরাজীসহ উপজেলা, পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতা-কর্মীর পদত্যাগের কথা জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়