প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩২
সভাপতি আনোয়ার মাল : সেক্রেটারি খাজা
চাঁদপুর পৌর ৪ নং ওয়ার্ডের ৩নং মহল্লা কমিটির সম্মেলন সম্পন্ন

চাঁদপুর পৌর ৪নং ওয়ার্ডস্থ বিএনপি'র ৩নং মহল্লা কমিটির সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় পুরাণ বাজার ব্রীজের গোড়া কমিউনিটি পুলিশ কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ৪ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও ৪নং ওয়ার্ড বিএনপির প্রধান সমন্বয়ক আহসান উল্লাহ সেন্টু পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ইমান আলী মিয়াজী।
৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরু গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিয়াজির পরিচালনায় সাংগঠনিক সম্পাদক সেলিম মুন্সিসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে মো. আনোয়ার মালকে সভাপতি, মো. জাকির বেপারীকে সহ-সভাপতি, মো. খাজা আহমদকে সাধারণ সম্পাদক, তাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৬ সদস্যের পুরাণ বাজার ব্রিজের গোড়া বিএনপি মহল্লা কমিটি গঠন করা হয়।
পরবর্তীতে ৪ নং ওয়ার্ডস্থ বিএনপির ৩ নং মহল্লার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
পরে নবগঠিত ৩ নং মহল্লা কমিটির পক্ষ থেকে নেতৃবৃন্দ পৌর বিএনপির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।