প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৩১
কর্মী সম্মেলন উপলক্ষে জামায়াতের মিছিল ও সমাবেশ

২৮ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ মিছিল ও সমাবেশ করেছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে মিছিলটি ফরিদগঞ্জ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মজিদিয়া কামিল মাদ্রাসার সমানে সমাবেশে উপজেলা শাখার আমির মাও. ইউনুছ হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের পরিচালনায় উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
|আরো খবর
- ইমাম মাওলানা রইস উদ্দীন (রহ.)-এর নির্মম হত্যাকাণ্ডে ছারছীনা পীর ছাহেবের শোক, প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত বিচার দাবি
- বৈষম্যহীন ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য : জেলা আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী
- ইসলামী সমাজ ব্যবস্থার মাধ্যমে জনগণের সকল অধিকার নিশ্চিত হবে : জেলা সেক্রেটারী অ্যাড. মো. শাহজাহান মিয়া
উল্লেখ্য, শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলা সদরস্থ বিআরডিবি মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, বর্তমান নায়েবে আমীর অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া।